Your cart is currently empty!
গরুর ঘর তৈরির আদর্শ নিয়ম

স্বাস্থ্যসম্মত গরুর ঘর তৈরির নিয়ম। গরু মোটাতাজাকরণ অথবা গাভী গরুর খামার যেটায় হোক না কেন, অবশ্যই আপনাকে গরুর জন্য পরিষ্কার পরিচ্ছন্ন ও আরামদায়ক গরুর ঘর ও পরিবেশ নিশ্চিত করতে হবে। তবেই গরু সুস্থ্য থাকবে ও খামার থেকে সর্বোচ্চ উৎপাদন অর্জণ করা সম্ভব হবে।
জায়গা নির্বাচন
স্বাস্থ্যসম্মত ঘর তৈরির জন্য উঁচু, সমতল ও পানি নিষ্কাশন হয় এমন জাইগা বেছে নিতে হবে। গরুর ঘরের ডিজাইন এমন রাখতে হবে যাতে ঘর তৈরিতে খরচ কম হয ও গরুর জন্য আরামদায়ক হয়। স্বাস্থ্যসম্মত ঘর নির্মাণ করার সময় নিম্নোক্ত বিষয় খেয়াল রাখতে হবে।
গরুর ঘর তৈরির নিয়ম সমূহ
- ঘর সাধারণত পূর্ব-পশ্চিম লম্বা ও উত্তর-দক্ষিণ দিক আলো ও বাতাস চলাচলের ব্যবস্থা রাখতে হবে।
- গরুর ঘর নির্মান সমতল ভূমি থেকে এক ফুট উঁচু ও সবসময় শুকনা থাকে এমন ভাবে করতে হবে।
- ঘরের মেঝে সামান্য ঢালু রাখতে হবে যাতে গরুর মল মূত্র ঢালু হয়ে ড্রেনে চলে যায়।
- ঘরের চালার উচ্চতা সর্বোনিম্ন ৮ ফিট রাখতে হবে। এর বেশি হলে ভালো হয়।
- ঘরের চাল বা টিনের নিচে তাপ রোধক এসবেসটস ব্যবহার করলে ভালো হয়।
- একটি গরুর জন্য ৩ ফিট চওড়া ও ৫ ফিট লম্বা জায়গা রাখতে হবে। জায়গা বশি হলে আরো ভালো।
- গরুর সংখ্যা কম হলে এক সারি বিশিষ্ট ঘর তৈরি করতে হবে।
- গরুর সংখ্যা বেশি হলে দুই সারি বিশিষ্ট গোয়াল ঘর তৈরি করতে হবে।
- গরুকে খাদ্য ও পানি পান করানোর জন্য পর্যাপ্ত জায়গা রাখতে হবে।
- ঘর যেন সবসময় ভেজা না থাকে সেব্যবস্থা বিবেচনায় রাখতে হবে
- উন্নত জাতের গরু প্রচন্ড গরমে কাহিল হয়ে পড়ে তাই ঘর যাতে শীতল থাকে সে জন্য তাপ শোষক সিলিং দিতে হবে।
- আলো ও বাতাস চলাচলের ব্যবস্থা রাখতে হবে। প্রয়োজনে ফ্যান দিতে হবে।
- শীত কালে গরুর যাতে শীত কম লাগে সে জন্য ব্যবস্থা রাখতে হবে।
- ঘর যাতে সহজে পরিষ্কার করা যায় সেদিকে লক্ষ রাকতে হবে।
- যাতাওয়াত ব্যবস্থা ভালো রাখতে হবে।
- গরুর ঘর তৈরির নিয়ম মেনে ঘর নির্মাণ করতে হবে।
- গরুর ঘরের ডিজাইন এমন হতে হবে যাতে গরু সহজে ঘরে ঢুকানো ও বের করা যায়।
আমাদের দেশে পারিবারিক খামার গুলোতে গরুর ঘর তৈরির নিয়ম না মানা হলেও বানিজ্যিক খামার গুলোতে ঠিকই মানা হয়। গরুর খামার লাভজনক করতে সবার আগে এর বাসস্থান ভালো হরতে হবে। কেননা বাসস্থান ভালো না হলে গরু সবসময় অসুখ-বিসুখে ভুগবে। উৎপাদন কমে যাবে ও উৎপাদন ব্যায় বৃদ্ধি পাবে।
Comments
One response to “গরুর ঘর তৈরির আদর্শ নিয়ম”
-
আমার একটা গরুর গড়ের নকশা দরকার
Leave a Reply