Your cart is currently empty!
মেঘনা নদীর চর মদনপুরে পাখিদের অভয়াৰণ্য
—
by

মেঘনা নদীর চর মদনপুরে পাখিদের অভয়াৰণ্য। মদনপুর মেঘনার মাঝে জেগে ওঠা দৌলতখান উপজেলার একটি ইউনিয়ন। অপরুপ সৌন্দর্যের একটি চর জনপদ এটি। নৌকা থেকে নামতেই চোখে পড়বে নানা রকম বক সহ নানান প্রজাতির পাখি।
করলা, চিচিঙ্গা, সয়াবিন, মরিচই বেশি চাষ হয় এই চরে। সব্জি খেতের আল ধরে এগুলে প্রচুর দেশি পাখি চখে পরবে। আছে ভেতো শালিক, গুবরে শালিক, চড়াই, ফিঙে, বুলবুলি, খয়রা হাঁড়িচাচা, পাতি আবাবিল, বেনেবউ।
মেঘনা নদীর বুক চিরে জেগে ওঠা এই চরে এতো পাখি দেখে আপনিও অবাক হতে পারেন। এটি যেন পাখির অভয় অরন্য। পরিবেশ ও জীববৈচিত্র বজায় রাখতে এই পাখির গুরুত্ব অপরিশিম।
আরো পড়ুন: কবুতরের বাচ্চার দাম কমেছে, বেড়েছে কদর
Leave a Reply