কবুতরের ছবি, স্বভাব ও জীবন।

কবুতরের ছবি

কবুতরের ছবি, স্বভাব ও জীবন শীর্শক এই পোষ্টে অসাধারণ কিছু কবুতরের ছবি দেখাবো ও সেই সাথে কবুতরের স্বভাব ও জীবন সম্পর্কে কিছু সাধারণ তথ্য তুলে ধরবো যেগুলোর সবই হয়তো অনেকেরই জানা।

অসাধারণ কিছু কবুতরের ছবি

কবুতরের স্বভাব ও জীবন

  1. কবুতর সাধারণত বৃক্ষ বা গাছ পছন্দ করে। এরা নিজেদের বাসা নিজেরাই তৈরি করে এবং গাছের ডালে বসে থাকে।
  2. এরা পানিতে ঠোট প্রবেশ করিয়ে অনবরত ঢোক গেলার মাধ্যমে পানি পান করে।
  3. গৃহপালিত কবুতরগুলো পুরুষ ও স্ত্রী জোড়া বেধে আজীবন এক সাতে বাস করে।
  4. কবুতরের জীবনকাল ১২ থেকে ১৫ বছর।
  5. স্ত্রী কবুতরকে নারী ৩পুরুষ কবুতরকে নর বলা হয়।
  6. স্তরীপুরুষ উভয়ে মিলে খর কুটো সংগ্রহ করে এবং বাসা তৈরি করে।
  7. ৫-৬ মাস বয়সে স্ত্রী বা নারী কবুতর ডিম পাড়া শুরু করে।
  8. এরা ২৮ দিন অন্তর ৪৮ ঘণ্টার ব্যবধানে ২ টি ডিম পাড়ে।
  9. স্ত্রী ও পুরুষ উভই পালা করে ডিমে তা’ দেয়। এবং ‘১৬-১৮ দিনের মধ্যে ডিম ফুটে বাচ্চা বের হয়।
  10. ডিমে তা’ দেয়ার ১৫-১৬ দিনের মধ্যে স্ত্রী ও পুরুষ উভয় কবুতরেরই খাদ্য থলিতে দুধ জাতীয় তরল বন্ধ তৈরি হয়। এ তরল আঠালো
    দুধজাতীয় পদার্থ কে পিজিয়ল মিল্ক বা কবুতরের দুধ বলে।
  11. বাচ্চা ফুটে বের হওয়ার পর ৫-৭ দিন পর্যন্ত কবুতর তাদের বাচ্চাদের কে এ দুধ ঠোট দিয়ে বাচ্চার মুখে প্রবেশ করিয়ে খওয়ায়।
  12. পরবর্তিতে স্ত্রী ও পুরুষ কবুতর উভই পালা করে একই পদ্ধতিতে পরিবেশ থেকে সংগ্রহ করে সে খাবার বাচ্চাকে খাইয়ে রড় করে তোলে।
  13. ৫-৬ মাস বয়সে বাচ্চাগুলো পূর্ণ প্রজনন ক্ষমতা লাভ করে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *