লাইমস্টোন ফিড গ্রেড ৫০ কেজি (Limestone for animal feed) একটি ফিড সাপ্লিমেন্ট। লাইমস্টোন (Animal Feed Supplements) খাবারের পুষ্টিগুন তথা ক্যালসিয়াম বৃদ্ধি করে।
লাইমস্টোন কি
ইংরাজি লাইমস্টোন শব্দের বাংলা অর্থ হলো চুনাপাথর। লাইম শব্দের অর্থ চুন আর স্টোন শব্দের অর্থ পাথর। এর অনেকগুলো কোয়ালিটি ও আলাদা আলাদা ব্যবহার রয়েছে। বাংলাদেশেও এটি পাওয়া যায় তবে সেগুলো ফিড গ্রেড নয়। সেগুলো সিরামিক সহ নানান শিল্পে ব্যবহার হয়। ফিড গ্রেড গুলো বিদেশ থেকে আমদানি করা হয়।

পুষ্টিমান
এর পুষ্টি মূলত ক্যালসিয়াম। এতে ক্যালসিয়াম থাকে ৩৮%। ভিয়েতনাম থেকে আমদানিকৃত। ২-৩ মিলি মিটার সাইজের গ্রানুলার।
লাইমস্টোন এর কাজ কি
যেহেতু এতে প্রচুর পরিমানে ক্যালসিয়াম রয়েছে সেহেতু এটি গরু, ছাগল, হাঁস, মুরগি, মাছ ইত্যাদির ক্যালসিয়ামের চাহিদা পুরোন করে। ক্যালসিয়াম প্রাণির শরিরের একটি অত্যান্ত গুরুত্বপূর্ণ পুষ্টি। এটি প্রাণির কংকাল তন্ত্র গঠনে সাহায্য করে। প্রাণির শারীরিক বৃদ্ধি তরান্যিত করে। গাভী গরুর দুধের উৎপাদন বৃদ্ধি করে।
ফিডে ব্যবহার
গরু, ছাগল, হাঁস, মুরগি, মাছ সহ সকল প্রাণির খাবারের ক্যালসিয়ামের চাহিদা পুরোনে ফিড গ্রেড চুনাপাথর ব্যবহার করা হয়। এর রাসায়নিক নাম ক্যালসিয়াম কার্বোনেট। CaCo3 এটি রাসায়নিক সংকেত।
লেয়ার মুরগির ডিমের খোলস গঠনে ক্যালসিয়াম কার্বোনেট গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। আর তাই লেয়ার লেয়ার খাবারে এটির ব্যবহার মাত্রা একটু বেশি হয়। সাধারনত গবাদিপশুর খাবারে ০.৩% থেকে ১% হারে এটি ব্যবহার করা হয়। মাছের খাদ্যে ১-২ ভাগ এটি ব্যবহার করা হয়।
প্রাণির ক্যালসিয়াম এর চাহিদা অনুযায়ী এটি ব্যবহার করা হয়।
ডেইরি, পোল্ট্রি ও ফিস ফিডে ক্যালসিয়ামের চাহিদা পুরোনে ক্যালসিয়াম কার্বনেট তথা লাইম স্টোন একটি সাশ্রয়ী উৎস্য।
লাইমস্টোন পাউডার কি
এটি সাধারণত দুই ধরণের হয়ে থাকে। একটি হলো গ্রানুলার আরেকটি পাউডার। লেয়ার মুরগির খাবারে গ্রানুলার বা ছোট টুকরা আকারে সরবরাহন করা হয়। বকি অন্য খাবারে পাউডার ব্যবহার করা হয়।
দাম
যেহেতু এটি বিদেশ থেকে আমদানি করতে হয় সেহেতু এর দাম সর্বদা পরিবর্তণশীল।
কোথায় পাওয়া যায়
আমরা দেখেছি অনেক খামারিই এটি সংগ্রহ করতে সমস্যা হয়। খামারিদের কাছে এটি আরো সহজলভ্য করতে আমরা এটি সরবরাহ করছি।
আরো দেখুনঃ সয়াবিন মিল ( Soybean Meal) ৫০ কেজি বস্তা।






Admin –
বেস্ট কোয়ালিটি