কবুতর পালন বেসিক (ই-বুক) PDF। পৃথিবীতে প্রায় ১২০ জাতের কবুতর রয়েছে। বাংলাদেশের ২০ জাতের কবুতর পাওয়া যায়। কবুতর পালন করতে চাইলে কিছু বিষয়ে বেশি গুরুত্ব দিতে হয়। এগুলো হলো ঘর নির্মাণ, খাদ্য ও রোগ ব্যবস্থাপনা।
কবুতর পালন বই
কবুতর পালন করার জন্য অতিরিক্ত কোনো খরচ হয় না। কবুতরকে সহজেই পোষ মানানো যায়। বাড়ির যেকোনো কোণ বা আঙিনা অথবা বাড়ির ছাদ কিংবা কার্নিশের মতো ছোট বা অল্প জায়গাতে ও কবুতর পালন করা যায়। এমনকি ছাদের সঙ্গে ঝুড়ি ঝুলিয়েও কবুতর পালন করা সম্ভব।
কবুতরের মাংস অত্যন্ত সুস্বাদু এবং শক্তি বর্ধক। অন্যান্য পাখির মাংসের চাইতে প্রোটিনের পরিমাণ বেশি। ফলে আমিষের পাশাপাশি বাড়তি চাহিদা পূরণের জন্যেও কবুতরের মাংস খাওয়া হয়ে থাকে।
কবুতর পালন বই pdf
সখের বশে কবুতর পালন কারিদেরও ক্রয়ের সময় সাবধানতা অবলম্বন করতে হবে। কবুতরের জাতগুলো চিনতে হবে। তাদের খাদ্য ব্যবস্থাপনা ও পালন পদ্ধতি ভালোভাবে শিখতে হবে। তবেই আপনি দীর্ঘদিন আপনার বাসায় বা বারান্দায় কবুতর পালন করতে পারবেন।
আরো দেখুনঃ ব্রয়লার ফিড- খাদ্য ব্যবস্থাপনা, ফিড ফর্মুলেশন ও তৈরি পদ্ধতি (ই-বুক) PDF।






Admin –
কবুতরের রোগ, চিকিৎসা ও পালন পদ্ধতি সম্পর্কে আরো জানতে বই টি সহযোগীতা করবে।