কবুতরের ডিম পাড়ার লক্ষণ ও ঔষধ

কবুতরের ডিম

কবুতরের ডিম পাড়ার লক্ষণ ও ঔষধ নিয়ে এই পোস্টে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো। যারা নিয়মিত কবুতর পালন করেন তারা সকলেই কবুতরের ডিম পাড়ার লক্ষণগুলো সম্পর্কে অবগত আছেন। কিন্তু নতুনদের কাছে এটি একটি আগ্রহের বিষয়।

কবুতরের ডিম পাড়া

  1. কবুতর সর্বোচ্চ ৭ মাসের মধ্যে প্রথমবার ডিম দেয়।
  2. কবুতর নরমালি দুইটি ডিম দেয় । একটি ডিম দেয়ার পরদিন গ্যাপ রেখে তার পরদিন বাঁকি ডিমটি দেয়।
  3. গড়ে কবুতরের একটি ডিম ১৪/১৫ গ্রাম ওজন হয়।
  4. ১ দিন বয়সের কবুতরের বাচ্ছার ওজন গড়ে ১২/১৩ গ্রাম হয়।
  5. ডিম দেয়ার পর নরমালি মা ও বাবা কবুতর পালাবদল করে ডিমে তা দেয়।
  6. শুরুতে অনেক কবুতর একটা ডিম দিতে পারে।
  7. কবুতরের ডিম ফোটে সাধারণত ১৮ দিনে।
  8. প্রথম ডিমটি ফোটার পরদিন দ্বিতীয় ডিমটি ফোটে।
  9. সাধারণত কবুতরের বাচ্চা ডিমের একদম মাঝখান থেকে ভেইঙ্গে বের হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart