উপাদান
প্রতিটি বোলাসে আছে ট্রাইক্লাবেন্ডাজল আইএনএন ৯০০ মিগ্রা এবং লেভামিসোল ৬০০ মিগ্রা হাইড্রোক্লোরাইড বিপি হিসাবে।
নির্দেশনা
এন্টিওয়ার্ম (ভেট) বোলাস অত্যন্ত কার্যকরী কলিজা কৃমিনাশক। ফেসিওলা হেপাটিকা ও ফেসিওলা জাইগানটিকা দ্বারা সৃষ্ট সব ধরণের (যথাঃ অতি তীব্র, তীব্র এবং ক্রণিক) কলিজা কৃমিজনিত রোগ এবং পাকস্থলী ও অন্ত্রনালীর প্রধান গোলকৃমি যথাঃ এবোমেজাম এর হেমনকাস ও ওস্টারটেজিয়া। ক্ষুদ্রান্ত্রের কুপেরিয়া, ট্রাইকোস্ট্রনজাইলাস ও বুনোস্টোমাম: বৃহদন্ত্রের ইসোফেগোস্টোমাম ও ট্রাইচুরিস এবং ফুসফুসের ডিকটিওকলাস প্রজাতির বিভিন্ন প্রকার কৃমি এন্টিওয়ার্ম (ভেট) বোলাস দ্বারা সমূলে বিনাশ করা যায়।
মাত্রা ও প্রয়োগবিধি
প্রতি ৭৫ কেজি দৈহিক ওজনের জন্য ১টি বোলাস (বড়ি) অথবা ১৯.৫ মিগ্রা প্রতি কেজি দৈহিক ওজনের জন্য অথবা পশুর দৈহিক ওজন বিবেচনা করে ছক অনুযায়ী খাওয়াতে হবে।
এন্টিওয়ার্মও (ভেট) বোলাস পানিতে গুলিয়ে কিংবা খাদ্যের সাথে (যেমন চিটা গুড় বা ভাতের মাড়ের সাথে মিশিয়ে কিংবা কলাপাতায় মুড়িয়ে) খাওয়াতে হবে।
“শুধুমাত্র রেজিস্টার্ড ভেটেরিনারি চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী ব্যবহারযোগ্য” এবং “ব্যবস্থাপত্রে উল্লেখিত পরিমাণের অধিক ব্যবহার করা যাবে না”।
নিরাপদ মাত্রা
এন্টিওয়ার্মও (ভেট) বোলাস পশুর দেহে অত্যন্ত সহনীয়। ট্রাইক্লাবেন্ডাজল এর নির্ধারিত মাত্রার প্রায় ১৬ গুণ এবং লেভামিসোল এর নির্ধারিত মাত্রার প্রায় ৩ গুণ বেশী পর্যন্ত নিরাপদ মাত্রা রয়েছে।
পার্শ্ব প্রতিক্রিয়া এবং সতর্কতা
এন্টিওয়ার্ম (ভেট) বোলাস এর কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। অন্য যে কোন রোগের চিকিৎসা চলাকালীন ব্যবহার করা যায়। এন্টিওয়ার্ম (ভেট) বোলাস খাওয়ানোর পর পশুকে পর্যাপ্ত পরিমাণ পানি খেতে দিতে হবে।
প্রত্যাহার কাল
চিকিৎসার ২৮ দিনের মধ্যে ঐ পশুর মাংস এবং ১০ দিনের মধ্যে দুধ মানুষের খাওয়া উচিত নয়।






Reviews
There are no reviews yet.