ব্রয়লার, সোনালি, কালার বার্ড ইত্যাদি মুরগি পালন পদ্ধতি ও খামার ব্যবস্থাপনা।
- Description
- Curriculum
- Reviews
বর্তমান সময়ে প্রাণিজ আমিষের চাহিদা পূরণে ব্রয়লার মুরগি পালন একটি অত্যন্ত লাভজনক ও সম্ভাবনাময় খাত হিসেবে আবির্ভূত হয়েছে। এটি নগদ অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে স্বল্প সময়ে অধিক মুনাফা অর্জনের সুযোগ সৃষ্টি করেছে।
তবে সঠিক জ্ঞান, আধুনিক পদ্ধতি ও বৈজ্ঞানিক ব্যবস্থাপনার অভাবে অনেক খামারি প্রত্যাশিত সাফল্য অর্জন করতে ব্যর্থ হচ্ছেন।
এই অনলাইন প্রশিক্ষণ কোর্সের মূল উদ্দেশ্য হলো ব্রয়লার মুরগি পালনের সমস্ত প্রয়োজনীয় বিষয় সম্পর্কে তথ্যগত জ্ঞান প্রদান করা, যাতে খামারিরা তাদের উৎপাদন খরচ কমিয়ে সর্বোচ্চ উৎপাদনশীলতা নিশ্চিত করতে পারেন।
কোর্সটি নতুন ও অভিজ্ঞ খামারি, কৃষি উদ্যোক্তা এবং পোল্ট্রি ব্যবসায়ীদের জন্য উপযোগী করে তৈরি করা হয়েছে।
এই কোর্সে যা শিখবেন
-
ব্রয়লার মুরগির উপযুক্ত ব্রিড নির্বাচন ও বাচ্চা সংগ্রহ।
-
উন্নত শেড ডিজাইন ও পরিবেশ ব্যবস্থাপনা।
-
সুষম খাদ্য প্রণালী ও পুষ্টি ব্যবস্থাপনা।
-
রোগ-প্রতিরোধ, টিকা প্রদান ও স্বাস্থ্য ব্যবস্থাপনা।
-
ওজন বৃদ্ধির কার্যকর কৌশল ও ফিড কনভার্সন রেশিও (FCR) নিয়ন্ত্রণ।
-
ব্যাচ অনুযায়ী সকল প্রকার তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণ পদ্ধতি।
-
বাজারজাতকরণ ও আর্থিক লাভজনকতা বিশ্লেষণ।
প্রশিক্ষণে আধুনিক প্রযুক্তি ও বিশেষজ্ঞ পরামর্শের সমন্বয় ঘটানো হয়েছে, যা আপনাকে একটি সফল ব্রয়লার ফার্ম গড়ে তুলতে সহায়তা করবে।
মূল্যায়ন পদ্ধতি
বহুনির্বাচনি ও ব্যবহারিক এই দুই পদ্ধতিতে মুল্যায়ন করা হবে। উভই মিলে ৮০% নম্বর পেলে উত্তীর্ণ হিসাবে গন্য হবে। প্রতিটি উত্তীর্ণ প্রশিক্ষনার্থীর জন্য থাকছে প্রশিক্ষণ সনদ। প্রশিক্ষণ শেষ করার ৯০ দিনের মধ্যে আনুষ্ঠানিক ভাবে হাতে হতে অথবা ডাক যোগে সনদ পৌছে দেওয়া হবে।
মান বন্টন
-
বহুনির্বাচনি (MCQ): 25 নম্বর।
-
ব্যবহারিক (Assignment): 75 নম্বর।
আসুন, বিজ্ঞানসম্মত উপায়ে ব্রয়লার মুরগি পালন শিখে একটি লাভজনক ও টেকসই পোল্ট্রি ব্যবসা প্রতিষ্ঠা করি।
-
4ব্রয়লার পালন শেড নির্মাণ ও পরিবেশ ব্যবস্থাপনা (Broiler Shed Construction and Environmental Management)।
-
5ব্রয়লার মুরগি পালনের অত্যাবশ্যক সরঞ্জাম (Essential Equipment for Broiler Farming)।
-
6প্লাস্টিক অথবা বাঁশের মাচায় ব্রয়লার মুরগি পালন (Raising broiler chickens in plastic or bamboo cages)।
-
7ব্রয়লার মুরগি পালনে লিটার ও ডিপ লিটার পদ্ধতির খুঁটিনাটি (Details of litter and deep litter systems)।
-
8কেইজ বা খাঁচা পদ্ধতিতে ব্রয়লার মুরগি পালন (Raising broiler in cages)।
-
11পুষ্টির প্রয়োজনীয়তা (Nutritional requirements)।
-
12খাদ্যের ধাপভিত্তিক শ্রেণিবিভাগ (Feed classification by stages)।
-
13খাদ্য প্রদানের কৌশল (Feed delivery strategies)।
-
14কব্ -৫০০ জাতের খাদ্য গ্রহণ, ওজন ও FCR বিশ্লেষণ (Cobb-500)।
-
15রস- ৩০৮ জাতের খাদ্য গ্রহণ, ওজন ও FCR বিশ্লেষণ (Ross-308)।
-
16হাব্বার্ড ক্লাসিক জাতের খাদ্য গ্রহণ, ওজন ও FCR বিশ্লেষণ (Hubbard Classic)।
-
17আরবর একরস জাতের খাদ্য গ্রহণ, ওজন ও FCR বিশ্লেষণ (Arbor Acres)।
-
18ইন্ডিয়ান রিভার জাতের খাদ্য গ্রহণ, ওজন ও FCR বিশ্লেষণ (Indian River )।
-
19ব্রয়লার মুরগির কৃমি ঘটিত রোগ (Worm diseases in broiler chickens)।
-
20মিনারেল এর অভাবজনিত রোগ (Mineral deficiency diseases)।
-
21ভিটামিনের অভাবজনিত রোগ (Vitamin deficiency diseases)।
-
22রক্ত আমাশয় বা ককসিডিওসিস (Coccidiosis)।
-
23আফলাটক্সিন (Aflatoxin)।
-
24ব্রুডার নিউমোনিয়া বা অ্যাসপারজিলোসিস (Aspergillosis)।
-
25মাইকোপ্লাজমোসিস (Mycoplasmosis)
-
26ই কলাই রোগ বা কলিব্যাসিলোসিস (E. coli disease or colibacillosis)।
-
27সালমোনেলা রোগ ও ফাউল টাইফয়েড (Salmonella disease and fowl typhoid)।
-
28ইনফেকশাস ব্রংকাইটিস (Infectious bronchitis)।
-
29বার্ড ফ্লু বা এভিয়ান ইনফ্লুয়েঞ্জা (Bird flu or avian influenza)।
-
30রানীক্ষেত ((Newcastle Disease - ND))।
-
31গামবোরো (Infectious Bursal Disease - IBD)।