Your cart is currently empty!
কবুতরের ছবি, স্বভাব ও জীবন।

কবুতরের ছবি, স্বভাব ও জীবন শীর্শক এই পোষ্টে অসাধারণ কিছু কবুতরের ছবি দেখাবো ও সেই সাথে কবুতরের স্বভাব ও জীবন সম্পর্কে কিছু সাধারণ তথ্য তুলে ধরবো যেগুলোর সবই হয়তো অনেকেরই জানা।
অসাধারণ কিছু কবুতরের ছবি


কবুতরের স্বভাব ও জীবন
- কবুতর সাধারণত বৃক্ষ বা গাছ পছন্দ করে। এরা নিজেদের বাসা নিজেরাই তৈরি করে এবং গাছের ডালে বসে থাকে।
- এরা পানিতে ঠোট প্রবেশ করিয়ে অনবরত ঢোক গেলার মাধ্যমে পানি পান করে।
- গৃহপালিত কবুতরগুলো পুরুষ ও স্ত্রী জোড়া বেধে আজীবন এক সাতে বাস করে।
- কবুতরের জীবনকাল ১২ থেকে ১৫ বছর।
- স্ত্রী কবুতরকে নারী ৩পুরুষ কবুতরকে নর বলা হয়।
- স্তরীপুরুষ উভয়ে মিলে খর কুটো সংগ্রহ করে এবং বাসা তৈরি করে।
- ৫-৬ মাস বয়সে স্ত্রী বা নারী কবুতর ডিম পাড়া শুরু করে।
- এরা ২৮ দিন অন্তর ৪৮ ঘণ্টার ব্যবধানে ২ টি ডিম পাড়ে।
- স্ত্রী ও পুরুষ উভই পালা করে ডিমে তা’ দেয়। এবং ‘১৬-১৮ দিনের মধ্যে ডিম ফুটে বাচ্চা বের হয়।
- ডিমে তা’ দেয়ার ১৫-১৬ দিনের মধ্যে স্ত্রী ও পুরুষ উভয় কবুতরেরই খাদ্য থলিতে দুধ জাতীয় তরল বন্ধ তৈরি হয়। এ তরল আঠালো
দুধজাতীয় পদার্থ কে পিজিয়ল মিল্ক বা কবুতরের দুধ বলে। - বাচ্চা ফুটে বের হওয়ার পর ৫-৭ দিন পর্যন্ত কবুতর তাদের বাচ্চাদের কে এ দুধ ঠোট দিয়ে বাচ্চার মুখে প্রবেশ করিয়ে খওয়ায়।
- পরবর্তিতে স্ত্রী ও পুরুষ কবুতর উভই পালা করে একই পদ্ধতিতে পরিবেশ থেকে সংগ্রহ করে সে খাবার বাচ্চাকে খাইয়ে রড় করে তোলে।
- ৫-৬ মাস বয়সে বাচ্চাগুলো পূর্ণ প্রজনন ক্ষমতা লাভ করে।
Leave a Reply