Your cart is currently empty!
এভাবেই সফলতা ও ব্যার্থতার মধ্য দিয়ে আমাদের ডেইরি শিল্প এগিয়ে ছলছে


বাংলাদেশে দ্রত বর্ধণশীল অর্থনৈতিক খাতের মধ্যে গো-সম্পদ একটি অন্যতম খাত। এ খাতের সঙ্গে জরিয়ে আছে সাধারণ মানুষ হতে শুরু করে শহরের অনেক মানুষ। কেউবা জীবনের তাগিদে কেউবা শখের বসে ও গড়ে তুলছে ছোট বড় খামার। অনেক সপ্ন অনেক আশা নিয়ে জন্ম হয় এ সব খামারের।
সম্ভবণাময় এ খাত নিয়ে যেমন আছে সফলতার গল্প তেমনি আছে ব্যার্থতার গল্প। এভাবেই সফলতা ও ব্যার্থতার মধ্য দিয়ে আমাদের ডেইরি শিল্প এগিয়ে ছলছে। গো-সম্পদ পালনের মধ্যে কিছু ভাগ রয়েছে। তার মধ্যে ডেইরি ও ফেটেনিং অন্যতম।
ডেইরি সেক্টর সফলতা ও ব্যার্থতা নির্ভর করে খামার প্লানিং বা সঠিক পরিকল্পনার উপর, যার পরিকল্পনা যত বাস্তব সম্মত সে তত বেশি সফলতার মুখ দেখতে পারে। খামারে সফলতা, ও একজন সফল খামারি হওয়ার জন্য পল্যানিং করতে হবে নিম্ন রুপ
১ আমি কি চাই। আমার পুজি কত। আমি কত বছরের জন্য খামার করবো। নিদিষ্ট বছরের পর কামারে মোট কয়টা গরু হবে,,
২.সফলতা পাওয়ার জন্য কি করতে হবে। প্রথম দুই বছর খামার থেকে কোন লাভ। আশা করা যায় না। পরিবারের খরচের জন্য অন্য উৎস থাকতে হবে
সবুজ, ডেইরি খামারি, নরসিংদি।
Leave a Reply